• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরেক সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত। নিখোঁজ সংবাদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক কুমিল্লার সদর দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিজয়পুর ইউনিয়ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

মো:মোবারক হোসেন / ৩২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ৯ এপ্রিল সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রিজ ও বিজনেস বিভাগের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মোঃ মাসুদ কবির।

বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পরে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন। এদিন চায়না, বৃটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সাথে আলাপ করেন এবং বিভিন্ন উদ্বেগের কথা জানান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশী বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারলে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে সবার ত্যাগ এবং স্বপ্ন সার্থক হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গুড গর্ভনেন্স, সততা, নিষ্ঠা এবং তরুণ উগ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতি ও ব্যবসায়িক নীতি প্রণয়ন করে সর্বাত্বক সহযোগিতা করা হবে। দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে আমরা দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেব ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বলেছেন, এগুলোর আধুনিকায়ন করা হলে এবং সময়ক্ষেপনহীনতায় পৌঁছাতে পারলে বাংলাদেশে বিনিয়োগের বিপ্লব ঘটানো সম্ভব।

বিদেশী বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠানোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষিজ, কেমিক্যাল, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। চায়না চেম্বার অব কমার্সের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্টল পরিদর্শন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশের ঐহিত্যবাহী নকশিকাঁথাসহ অন্যান্য সামগ্রী উপহার দেওয়া হয়।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করায় বিডা-এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


More News Of This Category
bdit.com.bd