কুমিল্লা সদর দক্ষিণের ১নং বিজয়পুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রসনার স্বাদ হল রুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর দক্ষিণ উপজেলা ১ নং বিজয়পুর ইউনিয়ন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
ইউনিয়ন সেক্রেটারি মো. শাহাদাত হোসেন শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়পুর ইউনিয়নের আমীর মো. মোমিনুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কর্মপরিষদ সদস্য মো. শাহাদাত হোসেন , ইউনিয়ন জামায়াত নায়েবে আমীর মাওলানা আবদুল কাদের জিলানী,
ইউনিয়ন জামায়াতে প্রকাশনা ও অর্থ সম্পাদক মো: মাজেদুল ইসলাম প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. খায়রুল হাসান মাছুম, পেশাজীবী বিভাগ সহ-সভাপতি ডা. জহিরুল ইসলাম নজির, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. মোসলেহ উদ্দিন,
সনাতন ধর্মাবলম্বীদের হতে বক্তব্য রাখেন
সদর দক্ষিণ উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি
শ্রী চন্দ্রন চক্রবর্তী, বিজয় পুর শিবকালিবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী শুশীল মজুমধার,
শ্রী যুরাজ ভৌমিক,শ্রী তাপস কুমার পাল প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করার আহ্বান জানান।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন