১১ জুলাই শুক্রবার সকাল ৬টায় বেলতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয়ন এর কর্মী সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ১নং বিজয়পুর ইউনিয়ন এর আমীর মু.মুমিনুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারি মু.শাহাদাত হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ এখন নতুন সরকার এর দেখার অপেক্ষায় আছে। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী ১৯ জুলাই ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে। সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার কার্যক্রম, গণসংযোগ ও তৃণমূল পর্যন্ত জনশক্তি ও সাধারণ মানুষকে সংগঠিত করে সামনের দিনগুলোতে সদা তৎপর থাকার উপর গুরুত্বারোপ করেন। ফ্যাসিস্টদের বিদায়ের পর মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তিলাভ এবং নানা ষড়যন্ত্র ও চক্রান্ত ডিঙ্গিয়ে ১২ বছর পর দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ দলের নিবন্ধন ফিরে পাওয়ায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আল্লাহর রহমতে জাতীয় সমাবেশে অবিস্মরণীয় উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হবে, জামায়াত জনগণের দল। জামায়াত আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনা করবে, ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় অঞ্চলের সহকারী পরিচালক মু.আনোয়ার হোসেন । বিজয়পুর ইউনিয়নের নায়েবে আমীর মাও:- আবদুল কাদের জিলানী। ইউনিয়ন জামায়াতের অর্থ ও প্রকাশনা সম্পাদক মু: মাজেদুল ইসলাম ইউনিয়ন প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মোবারক হোসেন। ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক মু:খায়রুল হাসান মাছুম ইউনিয়ন পেশাজীবি বিভাগ সভাপতি মু নিজাম উদ্দিন রাজু পেশাজীবি বিভাগ সহ-সভাপতি ডা.জহিরুল ইসলাম নজির ১নং ওয়ার্ডের সভাপতি মু:সোহেল রানা ২নং ওয়ার্ড সভাপতি মু:ইয়াসিন মিয়াজি ৪নং ওয়ার্ড সভাপতি মু:মোসলেহ উদ্দিন ৫নং ওয়ার্ড সভাপতি মু:মোস্তফা কামাল ৭নং ওয়ার্ড সভাপতি মু: আব্দুর রব ৯নং ওয়ার্ড সভাপতি মু: আবু জাফর সালেহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও শিবিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।