কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের নমুসুদ পাড়ার হিন্দু পরিবার রনজিদ ভৌমিকের ঘর নির্মাণের জন্য নতুন টিনসহ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
উল্লেখ্য, গত বছরের বন্যায় রনজিদ ভৌমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি ইউনিয়ন জামায়াত আমীর মো. মুমিনুল ইসলাম মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রনজিদের হাতে পাঁচ বান টিনসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর মজলিসে শুরা সদস্য মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন জামায়াত আমীর মো. মুমিনুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর মাওলানা আবদুল কাদের জিলানী, ইউনিয়ন সেক্রেটারি মো. শাহাদাত হোসেন শাহীন, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. খায়রুল হাসান মাছুম, পেশাজীবী বিভাগ সভাপতি মো. নিজাম উদ্দিন রাজু, সহ-সভাপতি ডা. জহিরুল ইসলাম নজির, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. মোসলেহ উদ্দিন, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. মোস্তফা কামাল, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রবসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। দেশ ও জাতির কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সহায়তা গ্রহণ করে রনজিদ ভৌমিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “বন্যার পর থেকে ঘর মেরামত করতে পারিনি। আজকের এই সহায়তা আমাদের নতুন আশার আলো দেখিয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।