• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লার সদর দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিজয়পুর ইউনিয়ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঐতিহাসিক কিছমত জাগুরিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয় কিছমত ইউনিট কিছমত এলাকায় জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয়ন পেশাজীবি বিভাগ জামায়াতের ইফতার মাহফিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইফতার মাহফিল কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় জামায়াতের ইফতার মাহফিল ঈসরায়েল কতৃক ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কুমিল্লা মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল। নি*ষি*দ্ধ ঘো*ষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেনকে গে*প্তার করেছে ডিবি পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ঝামমুড়া এলাকায় জামায়াতের ইফতার মাহফিল মাহবুবউল আলম হানিফসহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফুলবাড়ীয়ায় ডিভোর্সী স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন

Reporter Name / ৩৩৮ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিভোর্সি স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী আয়নার হক(২৮) কে পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করেন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চাকু সহ ঘাতক আয়নাল হককে গ্রেফতার করা হয় ও ঘাতক হত্যার কথা স্বীকার করে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আছিম টান পড়া এলাকার আফাজ উদ্দিন এর মেয়ে লাইজু আক্তার(১৯) এর সাথে বাঁশদী গ্রামের মোবারক আলীর ছেলে আয়নাল হকের সাথে দুই বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ৬/৭ মাস স্বংসার করার পর তাদের ডিভোর্স হয়। ৩১ আগাষ্ট রাতে লাইজু নিজ ঘরে (বাপের বাড়িতে) এশার নামাজ পড়তে যান। পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘাতক আয়নাল গোপনে ঘরে প্রবেশ করে ও নামাজ অবস্থায় ছুরিকাঘাত করে।

লাইজুর চিৎকার শুনে তার মা ও ছোট বোন ঘরে দৌড়ে এসে মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় ঘাতক আয়নাল রক্তাক্ত মাখা চাকু হাতে তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে ভের হয়ে যায়। লাইজুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক ১ সেপ্টেম্বর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা আফাজ উদ্দিন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দ্বায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিজান চালিয়ে ঘাতক আয়নাল কে গ্রেফতার করে।

ভিকটিম: মোছাঃ লাইজু আক্তার(১৯) পিতা: আফাজ উদ্দিন মাতা: শাহানাজ আক্তার, সাং- আছিম টানপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

আসামী: আয়নাল হক(২৮) পিতা: মোবারক আলী সাং- আছিম বাঁশদী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

উক্ত ঘটনায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ও অভিজান চালিয়ে আসামী আয়নল কে গ্রেফতার করিয়া থানায় নিয়ে যায়। উক্ত ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক আছে।


More News Of This Category
bdit.com.bd