• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত। নিখোঁজ সংবাদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক কুমিল্লার সদর দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিজয়পুর ইউনিয়ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঐতিহাসিক কিছমত জাগুরিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কুমিল্লায় মহাসড়ক অবরোধ

মো:মোবারক হোসেন / ৪৪ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ছয়দফা দাবি আদায়ের লক্ষ্য ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১২ টায় সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে। অবরোধে মহাসড়কের উভয়লেনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে পুলিশ অবরোধ স্থলে আসে। মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিঃমিঃ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,শিক্ষার্থীরা মহাসড়কের মাঝে অবস্থান করছেন। তাই যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৩ ঘন্টা ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের চত্রভঙ্গ করার সময় বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট এর ২ জন ছাত্র গুলিবিদ্ধ। একজন শিক্ষক সহ প্রায় ৩৫ জনের মত আহত হয়।


More News Of This Category
bdit.com.bd