• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী ৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় কাজী দ্বীন মোহাম্মাদ মহানবীকে কটূক্তির অভিযোগ: কুমিল্লায় বাড়িতে ও মাজারে আগুন বিজয়পুর ইউনিয়নে এক হিন্দু পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী টিন বিতরণ। ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বরুড়ার পিংকির বিসিএস জয় মানুষ এখন নতুন সরকার এর দেখার অপেক্ষায় আছে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে – কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা-৬ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

মো: মোবারক হোসেন / ৫৯১ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ধারাবাহিকভাবে রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

রবিবার (১৫ জুন) বিকাল ৫টায় কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড থেকে শুরু করে ২৩নং ওয়ার্ডের অলিগলিতে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

এসময় ওয়ার্ড আমীর মোহাম্মাদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক শাহাদাৎ হোসেন, কুমিল্লা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, ১নং বিজয়পুর ইউনিয়ন এর আমীর মু. মুমিনুল ইসলাম মজু:,   ইঞ্জিনিয়ার আব্দুল হক, খলিলুর রহমান, মু.শাহাদাত হোসেন শাহীন, শাখাওয়াত হোসেন, কবির হোসেন, আমিনুল হক, হাফেজ মহি উদ্দিন, মামুনুর রশিদ, ফরহাদ হোসেন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জনগণের দোড়গোড়ায় গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা আমাদের রাজনৈতিক দায়িত্ব। কুমিল্লা-৬ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

বর্তমানে কুমিল্লা-৬ আসনে এককভাবে জামায়াতে ইসলামীর এই প্রার্থী নিয়মিত মাঠে সক্রিয় রয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে তার গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দলের পক্ষ থেকে তাকে ঘিরে চলছে সংগঠনিক জোর প্রস্তুতি।


More News Of This Category
bdit.com.bd