কুমিল্লা সদর দক্ষিণ ১নং বিজয়পুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ঝামমুড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার মাহফিল ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সোমবার (১৭ মার্চ) ঝামমুড়া পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মু.শাহাদাত হোসাইন । ৫নং ওয়ার্ডের জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সোহেল রানা এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ড এর সম্মানিত আমীর মু.মাহবুব মিয়াজী ১নং বিজয়পুর ইউনিয়ন এর সাম্মানিক আমীর মু.মোমিনুল ইসলাম মজুমদার সেক্রেটারি মু.শাহাদাত হোসেন শাহীন অর্থ ও প্রকাশনা সম্পাদক মু.মাজেদুল ইসলাম ইউনিয়ন প্রচার ও মিডিয়া সম্পাদক মু. মোবারক হোসেন ৫নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মু. মোস্তফা কামাল সেক্রেটারি মু. জসিম উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও শিবিরের দায়িত্বশীল গন উপস্থিত ছিলেন।