কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কুমিল্লার এবং সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা হয়। এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
প্রজ্ঞাপন আরও বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বিধি অনুযায়ী, আব্দুল মান্নান খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এদিকে এসপি আব্দুল মান্নানের বরখাস্তের খবরে কুমিল্লায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কুমিল্লায় বিগত স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনে আব্দুল মান্নানের বিতর্কিত ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা করা হয়