• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি আ.লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের হাড়াতলী দাখিল মাদ্রাসার খেলার মাঠ অবৈধ ভাবে দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বজ্রপাতের আঘাতে দ্বিখণ্ডিত গাছ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দীর্ঘ যানজট কুমিল্লায় বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরেক সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত।

মো:মোবারক হোসেন / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সোমবার (১৪ এপ্রিল ) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। সঠিক কাগজপত্র না থাকা ও নিয়ম না মানার কারণে ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়, যার জন্য পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, একটি বাস মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার একই অপরাধের সঙ্গে কাগজপত্র ত্রুটির কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তল্লাশির অংশ হিসেবে আরও ৩টি মোটরসাইকেল আটক করা হয়, যেগুলোর চালকদের হেলমেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে মোট ১১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সামগ্রিকভাবে মোট ৪০ হাজার টাকার মামলা রুজু করা হয় এবং সংশ্লিষ্ট যানবাহনগুলো জেলা ট্রাফিক অফিস, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা যৌথ বাহিনী সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এই সম্মিলিত উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।


More News Of This Category
bdit.com.bd