• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দীর্ঘ যানজট কুমিল্লায় বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরেক সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত। নিখোঁজ সংবাদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

মো:মোবারক হোসেন / ৬৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়। গুড়িয়ে দেওয়া হয় কিশোর গ্যাংয়ের আস্তানাও।

শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) আটক করে। সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন রুবেল। কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র সরবরাহ করতেন তিনি।

পরে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় অপর একটি অভিযানে মো.আকিব হোসেন (২৯), সাজ্জাদ হোসেন (৪৭) ও শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা সামগ্রী জব্দ করা হয়।

আটক হওয়াদের তথ্যের ভিত্তিতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফিকে (২০) ধরা  হয়। এছাড়াও অভিযানকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র মাদকসহ আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী মাদক ও অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে থানায় হস্তান্তর করেছে। তাদের অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


More News Of This Category
bdit.com.bd