ঐতিহাসিক কিছমত জাগুরিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত ইমামতি করেন মাও:মানসুর আহমেদ। জামাত এর পূর্ব আলোচনা করেন সাওড়াতলী পূর্ব জামে মসজিদ ইমাম ও খতিব মাও: নজরুল ইসলাম কিছমত জামে মসজিদ ইমাম ও খতিব মাও: ওবায়দুল্লাহ জব্বারী আরো বিভিন্ন মসজিদের খতীব গন আলোচনা করেন। ঈদগাহে খতীব মাও: মানসুর আহমেদ নামাজ শেষে সকল মুসল্লিদের নিয়ে সকলের জন্য দোয়া করে এবং ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করেন। কিছমত জাগুরিয়া ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন সাওড়াতলী, কিছমত, হোসেনপুর,গাবতলী, সানন্দা গ্রামের ধর্মপ্রান মুসলমানরা। আরো উপস্থিত জামায়াত,বিএনপি রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।